জিখবর ডেস্ক:
উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সাফিনা পার্কের সৌজন্যে পদ্মায় চালু হলো স্পিডবোট সার্ভিস।
বোর্ডটি পরীক্ষামূলক গোদাগাড়ী থানা ঘাট থেকে রেলবাজার রুটে প্রায় ২ কিলোমিটার নৌপথে চালিয়ে উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদ ।
এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেবাটি প্রাথমিকভাবে চালু করা হলো, যারা ইমার্জেন্সি রোগী আনা নেওয়া করতে চান তারা অগ্রাধীকার ভিত্তিতে নিতে পারবেন। মানুষের প্রয়োজনের ভিত্তিতে সার্ভিসটি পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করা যেতে পারে।
২১ সেপ্টেম্বর ( রবিবার) বিকেল ৫টায় গোদাগাড়ী মডেল থানা ঘাট এলাকায় স্পিডবোটটি উদ্বোধন করা হয়। এটি জরুরি চিকিৎসা, প্রসূতি মায়েদের হাসপাতালে পৌছানো, সাপে কাটা রোগীদের বহনসহ প্রশাসনিক কাজে ব্যবহার করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার সাফিনা পার্কের সৌজন্যে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে চরবাসীর দীর্ঘদের চাহিদার সুবিধার্থে বোটটি চালু করা হয় ।
ইউএনও ফয়সাল আহমেদ জানান, আমি কিছুদিন আগে শুনেছি চর আষাড়িয়াদহ এলাকার একজন সাপে কাটা রোগী মারা গেছেন। তাকে সদর হাসপাতালে নিতে দেরি হওয়ায় চিকিৎসা ব্যহত হয়। এর ফলশ্রুতিতেই রোগী মারা যান। এছাড়াও প্রসূতি মায়েদের জন্য জরুরি চিকিৎসা সেবা পেতে বোটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাদকপ্রবন এলাকা গোদাগাড়ী। পদ্মার ওপারে ইন্ডিয়া সংলগ্ন পদ্মার চর। এই পথে মাদক চোরাচালান হয়ে থাকে। স্পিডবোট থাকলে মাদক চোরাচালান রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বোটটি।