জিখবর ডেস্ক: আজ ১৩ অক্টোবর, সোমবার দুপুর ১১টার দিকে উপজেলা চত্তরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক র্যালি করা হয়। র্যালিটি গোদাগাড়ী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় দুর্যোগ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে বিষয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। এছাড়াও বক্তব্য প্রদান করেন প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল হক প্রমুখ।
দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার কৌশল বিষয়ে প্রদর্শনী করেন গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।