মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে মামলা চলমান থাকা সত্ত্বেও জমি ও এলাকার ১৫ পরিবারের চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ উঠেছে বাহারাম আলী নামে এক চিকিৎসকের বিরুদ্ধে।সোমবার (১৭ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের বানিয়াপট্টি এলাকায় সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আটোয়ারী উপজেলার রাঁধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের তহিমা খাতুন।
লিখিত বক্তব্যে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম ওরফে সাইমুল পঞ্চগড় আদালতে সিভিল মামলা দায়ের করেছেন। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় অভিযুক্ত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সাবেক চিকিৎসক বাহারাম আলী স্থানীয় একটি চক্রের সহায়তায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে ইটের বাউন্ডারি দেয়াল নির্মাণ শুরু করেছেন।
তিনি অভিযোগ করে আরো বলেন, ডা. বাহারাম দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে ভূমি দখল করে আসছেন। বাদীপক্ষ বাড়িতে না থাকার সুযোগে তিনি জোর করে দখল নিয়ে নির্মাণকাজ চালাচ্ছেন। এতে ভুক্তভোগী সহ ১৫টি পরিবার আটকা পড়েছেন।
এপরিস্থিতিতে জমি দখলের অবৈধ কার্যক্রম বন্ধে পুলিশের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। একই সাথে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং চলমান মামলার স্থিতি রক্ষার দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এবিষয়ে জানতে চিকিৎসক বাহারাম আলীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

















