অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীর চর্চা) আব্দুল হকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার স্কুলের শিক্ষক মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান, অত্র স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসিন আলী, শিক্ষক সমিতির সভাপতি তাজাম্মুল হক, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার সোহেল রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমানসহ স্কুলের শিক্ষকবৃন্দ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহপ্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন।