এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:

বাগেরহাটে উৎসব ও উচ্ছাসের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে রবিবার (২৩ জুন) সকালে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসব কর্মসূচিতে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরিফা খাতুন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর খান আবুবক্কর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাজসহদলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আপর দিকেবাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও দিনভর নানা কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।রবিবার বেলা ১০টার দিকে দিবসটি ঘিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ দিনভর নানা কর্মসূচির সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।পরে বেলা ১১টার দিকে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ র‍্যালি বের করে আনন্দ মিছিল করা হয় এতে যোগ দেন দলটির শতশত নেতাকর্মীবৃন্দ।এছাড়াও নানা রকম বর্নিল সাজে মোরেলগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.লিয়াকত আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.রাসেল হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার।এছাড়া এছাড়া বিকেল ৫টায় শোভাযাত্রা ও আলোচনা সভা করবে জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো। একইভাবে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে একইভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।