আব্দুল খালেক: ডাইংপাড়া ব্যবসায়ী (বণিক) সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ 29 অক্টোবর 2024
গোদাগাড়ী ডাইংপাড়া ব্যবসায়ী (বণিক) সমবায় সমিতির নির্বাচনে সহ:সভাপতি, সম্পাদক, সদস্য পদে প্রার্থীরা ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
ভোটারগণ নিজ নিজ পছন্দমত প্রার্থীকে গোপন ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন। উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে প্রার্থীগণ নিজ নিজ পোষ্টার/ লিফলেট নিয়ে দাঁড়িয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে দেখা গেছে।
প্রার্থীগণ দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত আধুনিক বাজার গড়ার প্রত্যয়ে ব্যক্ত করেছেন। এখন দেখার বিষয় আদৌকি তারা দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত আধুনিক বাজার গড়তে পারবেন? এমনটিই প্রশ্ন ভোটারদের।
মোট ভোটার সংখ্যা ২৬৮জন।
সমস্যাঃ ডাইংপাড়ায় দোকান ঘরের ভাড়া বেশি, অতিথি ব্যবসায়ীদের কাছে প্রকৃত ব্যবসায়ীরা ধরাশায়ী হচ্ছে।
দোকান ঘরের মেয়াদ শেষ না হতেই অন্য দোকান মালিক মার্কেট মালিকের সাথে গোপনে চুক্তি করে, এতে প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসা থেকে ছিটকে পড়ছে।
বাজারে ডাস্টবিন নেই। যত্রতত্র ময়লার ভাগাড়। কেউ শুনেনা কারও কথা। রাস্তার উপর দোকানীরা ময়লা-আবর্জনা ফেলে রাখে। এতে পথচারীদের বিড়ম্বনার শীকার হতে হয়।
পাবলিক টয়লেট নেই। বাজারে আসা ক্রেতারা টয়লেট না থাকায় সমস্যায় পড়ে থাকেন হর হামেশা।
দোকানীরা অনেকেই দ্বিগুণ/ তিন গুণ লাভে পণ্য বিক্রয় করেন বলে অভিযোগ আছে।
গ্রাম থেকে আসা কৃষকের নিকট থেকে ১৫ টাকায় লাউ কিনে বিক্রী করেন ৩০/৪০ টাকায় এমন অভিযোগের অন্ত নেই।
ভোক্তা অধিকার আইন মানেনা কোন ব্যবসায়ী। এসব বিষয় নিয়ে নতুন কমিটি উদ্যোগ নিবেন বলে আশা সাধারণ ভোক্তাদের।