আব্দুল খালেক: রাজশাহীর গোদাগাড়ী ডাইংপাড় ব্যবসায়ী (বণিক) সমবায় সমিতি লি: এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মঙ্গলবার দিনভর শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। বিনা প্রতিদ্বন্দিতায় আসাদুজ্জামান লিমন সভাপতি ও ভোটে মো: শরিফুল ইসলাম (টেবিল) ১১৯ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হন।
অন্যান্য বিজয়ী সদস্যরা হলেন-
সহ সভাপতি: মো: আব্দুস শামীম (ডাব) ১৬৩ ভোটে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ- আ: রহমান (মই) ১২৬ ভোট পেয়েছেন।
সদস্য- লতিফুর রহমান (হারিকেন) ১৩০ ভোট পেয়েছেন।
সদস্য- সাইফুল ইসলাম (ফ্যান) ১৬৭ ভোট পেয়েছেন।
সদস্য- শহিদুল ইসলাম (কলস) ১৯০ ভোট পেয়েছেন।
সদস্য- আতাউর রহমান (তালাচাবি) ১৪০ ভোট পেয়েছেন।
সদস্য- আশরাফুল হক (বাল্ব) ১৫৩ ভোট পেয়েছেন।
সদস্য- মাহফুজুল বারী (কলম) ১৮৪ ভোট পেয়েছেন।
সদস্য- রুহুল আমিন সেলিম (ফুটবল) ১৬০ ভোট পেয়েছেন।
সদস্য- আব্দুল্লাহ (বই) ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বলে অফিস সূত্রে জানা যায়।
মোট ভোটার সংখ্যা ২৬৮জন।
প্রার্থীগণ দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত আধুনিক বাজার গড়ার প্রত্যয়ে ব্যক্ত করেছেন। এখন দেখার বিষয় আদৌকি তারা দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত আধুনিক বাজার গড়তে পারবেন? এমনটিই প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাধারণ ভোটারগণ।