নাচোল প্রতিনিধিঃ
আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মিথ্যা মামলার প্রতিবাদে নাচোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির নেতা কর্মীেেদর উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও মদদ দাতাদের বিচারের দাবীতে উপজেলা গেটে পথসভায় জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও নাচোল ইউপির সাবেক চেয়ারম্যান এম. মজিদুল হক, উপজেলা বিএনপির সদস্য সচীব ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল পৌর বিএনপির সদস্য সচীব গোলাম রাব্বানী, উপজেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহম্মেদ প্রমূখ। উল্লেখ্য যে, ২অক্টোবর নাচোল রেলস্টেশন ভূমি অফিসের সামনে আওয়ামলীগের সন্ত্রাসী আরিফ, রুবেলসহ আরো কয়েকজন যুবদল নেতা রবিউলকে অন্যায় ভাবে চুরিকাঘাত করলে তার চিৎকারে এলাকাবাসী সন্ত্রাসী আরিফ ও রুবেলকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে এবং রবিউলকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। বিএনপির সদস্য সচীব আবু তাহের খোকন বলেন, আওয়ামীলীগের একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে বিএনপির নেতাকর্মীদের উপর আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে। অনতিবিলম্বে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যহার না করলে আগামীতে হরতাল অবরোধের মত কঠোর কর্মসূচী দেয়া হবে। প্রতিবাদসভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নাচোল থানা অফিসার ইন চার্জ এর মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।