আব্দুল খালেক, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়ার মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” প্রতিপাদ্যে সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

এ উপলক্ষ্যে ইউএনও কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোদাগাড়ী বাজার সড়ক ঘুরে এসে একই স্থানে শেষ হয়।

এসময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। তিনি দিবসটির গুরুত্ব ও দুর্যোগকালে করণীয় সম্পর্কে বলেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ.কে.এম. মমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল-মামুন, উপজেলা স্কাউট সম্পাদক আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, মোহনপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর প্রমূখ।

এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শন করেন। অগ্নিকান্ডে করণীয় ও সহজে নিরাপদে আগুন নেভানোর কৌশল শিখিয়ে দেন। আগুন নেভানোর মহড়ায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম।