আব্দুল খালেক: রাজশাহীর গোদাগাড়ীতে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার, সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা অডিটরিয়ামে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত।
অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার কৃষকের মাঝে ৭৫ লক্ষ ৪৪ হাজার টাকার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হলো। উপজেলা নির্বাহী অফিসার বলেন যে সকল কৃষক কৃষিতে বেশি ভালো করবে তাকে ক্রেষ্ট প্রদান করে সম্মানিত করা হবে।