গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁ পাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থদের হাতে চেক তুলে দেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। ইউএনও নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম।স্বাগত বক্তব্য রাখেন পিআইও হাবিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন,রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। পরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৭ জন ভুক্তভোগীকে ৮৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।