গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অবৈধভাবে পোলিং অফিসার নিয়োগে সুপারিশ করায় এক ব্যাংক কর্মকর্তার অপসারণ দাবি করেছে এলাকাবাসী। এ বিষয়ে  বুধবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি দেয় তারা। এলাকাবাসীর পক্ষে জনৈক শামীমের দেয়া স্মারকলিপি সূত্রে জানা গেছে,
গত ৮ মে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণে কর্মকর্তা নিয়োগের জন্য উপজেলার বিভিন্ন দপ্তর, ও শিক্ষা প্রতিষ্ঠান হতে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর নামের তালিকা নেওয়া হয়। পল্লী  সঞ্চয় ব্যাংকের, গোমস্তাপুর শাখা প্রেরিত ভোটগ্রহণ কর্মকতা ও কর্মচারীর তালিকায় ওই ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার  কর্মকর্তা সেলিম রেজা নাম দেয়া হয়। ওই শাখার ব্যবস্থাপক জামালউদ্দিন ওই কর্মকর্তাকে অবৈধ ভাবে ভোটগ্রহন কর্মকর্তা  নিয়োগে সুপারিশ করেছেন বলে   অভিযোগ করা হয়। অভিযোগে আরও বলা হয় উপজেলা পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হুমায়ন রেজাকে বিজয়ী করার জন্য তিনি এ কাজ করেন।
এ বিষয়ে অভিযুক্ত  ব্যাংক কর্মকর্তা জামাল উদ্দিন জানান, আমার অফিস থেকে  দেয়া তালিকায় একই নামে আরেকজন কর্মকর্তা রয়েছে। নামের মিল থাকায় হয়তো ভূলক্রমে তার নাম  চলে গেছে। ভোট গ্রহণের কর্মকর্তা নিয়োগ  দেয়ার দায়িত্ব  উপজেলা নির্বাচন অফিসারের। এটি তার যাচাই-বাছাই করা উচিত ছিল। গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপাপ্ত সহকারী  রিটার্নিং অফিসার তোফায়েল আহমেদ জানান, অভিযোগ পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা জানান,জেলা নির্বাচন অফিসারকে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।