গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর)  উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত  এ সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।  বক্তব্য দেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বিএমডিএর সহকারী প্রকৌশলী আহসান হাবীব, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, আসাদুল্লাহ আহমেদ ও নাহিদ ইসলাম।
সভায়  উপজেলার  আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহায়তা কামনা করা হয়।