গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস  উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসন ও  যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‍্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায়  সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ।  বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমূখ।