নাচোল প্রতিনিধিঃ প্রতিদিন সকালে ঈশ্বরদী জংশন হইতে রহনপুর গামী আই.আর লোকালটি চলাচল করে। কিন্তু বগীর সংকট জনিত কারনে নাজেহাল হয়ে পড়েছে রেল যাত্রীরা। ওই ট্রেনটি সকালে ঈশ্বরদী হইতে রহনপুর, রহনপুর হইতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হয়ে রাজশাহী যায়। আবার রাজশাহী হইতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হয়ে রহনপুর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সন্ধ্যা সাড়ে ৭টার সময় রহনপুর থেকে আবারও ঈশ্বরদীর পথে রওনা দেয়। এলাকায় যাত্রীদের নির্ভরযোগ্য একমাত্র বাহন লোকাল ট্রেনটি। ওই ট্রেনের বগির সংখ্যা ৪টি। একটি বগি পরিচালকসহ মালবাহী গাড়ি,সাথে কিছু সংখ্যক আসন রয়েছে। অপরটিতে পাওয়ারকার ও কিছু সংখ্যক আসন রয়েছে । অন্য দুটি বগিতে সাধারণ যাত্রীদের বসার আসন রয়েছে। ৪টি বগি মিলে ২৫০-৩০০টি যাত্রীদের জন্য আসন রয়েছে। কিন্তু প্রতিনিয়ত ওই লোকাল ট্রেনটিতে আনুমানিক হাজারের অধিক যাত্রী নিয়মিত চলাচল করে। আসন না থাকায় যাত্রীরা ঠাসাঠাসি করে দাড়িয়ে চলাচল করে। যাত্রীদের এই দূর্ভোগের পাশাপাশি প্রনিয়িত ঘটছে, চুরি ও ছিঁঁনতাই। আর হকারদের উৎপাতে অতিষ্ট হয়ে পড়েছে যাত্রী সাধারণ। এবিষয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরেও কর্র্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন না করায় যাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
যাত্রীরা অবিলম্বে বগির সংখ্যা বাড়ানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।