বাগেরহাট জেলা প্রতিনিধি :
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হলো বছরের সবচেয়ে প্রাণবন্ত আয়োজন প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫। রঙ-বেরঙের ব্যানার, পোস্টার ও খামারিদের উদ্দীপনায় প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
র্যালির রঙে রঙিন শহর মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কৃষক-খামারি, শিক্ষক, জন প্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই মিলে প্রাণিসম্পদ উন্নয়নের অঙ্গীকারে এক হয়।
৩০টি স্টলে প্রাণিসম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনা প্রদর্শনীতে অংশ নেয় ৩০টি স্টল, যেখানে প্রদর্শন করা হয় দেশীয় জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, কবুতর, আধুনিক খামার প্রযুক্তি, রোগ প্রতিরোধ প্রযুক্তি ও খামার ব্যবস্থাপনার নতুন ধারণা। খামারিদের উদ্ভাবনী উদ্যোগ সবার দৃষ্টি কাড়ে।
উদ্বোধন ও আলোচনা সভা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হানিফ।
সঞ্চালনা করেন মো. নিয়াজ হোসেন।
বক্তব্য দেন— উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রঞ্জিত কুমার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ইফতিয়ার হোসেন, মোরেলগঞ্জ পৌরসভার আমির মাস্টার রফিকুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজুল খসরু .পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু,পৌর ছাত্রদলে আহবায়ক মেহেদী হাসান সজল প্রমুখ।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারে খামার ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দেশীয় জাত সংরক্ষণে এ ধরনের প্রদর্শনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেরা ৩০ খামারিকে সম্মাননা উদ্ভাবনী উদ্যোগ, খামার পরিচালনায় দক্ষতা ও মানসম্মত উৎপাদনের স্বীকৃতি হিসেবে ৩০ জন খামারিকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কার নেওয়ার সময় খামারিদের মুখে ছিল আনন্দের হাসি।
আগামীতে আরও বড় আয়োজনের পরিকল্পনা উপজেলা প্রশাসন জানায়, প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে প্রদর্শনী আয়োজন করা হবে।


















