নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে দুই গ্রুপের সংঘর্ষের নাচোল থানায় মামলায় ফাঁসানো হয়েছে সাংবাদিক জমির উদ্দিনকে। নাচোল থানা সূত্রে জানাগেছে, গত ১৮/২/২৫ ইং তারিখ মঙ্গলবার নাচোল ইউপির মাক্তাপুর গ্রামে নাজির গ্রুপ ও তারিফ গ্রুপের মধ্যে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে নাজির আহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র ০৪/০৩/২৫তারিখ নাচোল থানায় নাজির বাদী হয়ে হয়ে তারিফ, রবিউল ,তোজাম্মেল আহমদুল্লাহসহ তাদের মামা সাংবাদিক জমির উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করেন। সাংবাদিক জমির জানান, ওই ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেননা।

তিনি নাচোল বাজারে ছিলেন। সাংবাদিক জমিরকে মামলায় জড়ানোর বিষয়ে নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার উদ্বেগ প্রকাশ করেছেন।

সেই সাথে মামলা থেকে অব্যহতি দেয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।