গোমস্তাপুর( চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রহনপুর উন্নয়ন ফোরামের আহবায়ক ও রহনপুর ষ্টেশন বাজারে ব্যবসায়ি সমিতির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ। রোববার রহনপুর স্টেশন বাজার এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম ডাবলু, বেকারী ব্যবসায়ি দূরুল হোদাসহ কয়েকজন দোকানদার।
মতবিনিময়কালে ব্যবসায়ি নেতা আশরাফ জানান, রহনপুর রেলস্টেশন চত্বরে রেল কতৃপক্ষ একটি পার্কিং তৈরির উদ্যোগ নিয়েছেন এটিকে আমরা স্বাগত জানায়।
কিন্তু রেল কতৃপক্ষ বিনা নোটিশে দোকানপাট উচ্ছেদের যে উদ্যোগ নিয়েছে তার প্রতিবাদে ব্যবসায়ীদের নিয়ে গত শুক্রবার বিকেলে আমরা একটি মতবিনিময় সভার আয়োজন করি। কিন্তু কয়েকটি গণমাধ্যমে এর ভূল ব্যাখ্যা দেয়া হয়েছে। যা সঠিক নয়।
তিনি আরও বলেন, রেল কতৃপক্ষের সঠিক নিয়ম মেনে আমরা ব্যবসা করতে চাই , অবৈধভাবে কোন দোকানপাট উচ্ছেদ করা যাবে না। বকেয়া ছাড়া হালনাগাদ খাজনা দিয়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে চাই।
এছাড়া, রহনপুর ষ্টেশন বাজার ব্যবসায়ি সমিতির বর্তমান সভাপতি নাজমুল হুদা খান রুবেল ব্যবসায়িদের পক্ষে কাজ না করায় তার পদত্যাগ দাবি করা হয়েছে।