জিখবর ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে সমাজসেবার মানোন্নয়ন, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে সমতা নিশ্চিতকরণের লক্ষ্যে এক ব্যতিক্রমী ‘আত্ম-অনুসন্ধান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুখ্য আত্ম-অনুসন্ধানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুস সাদাত রত্ন।
সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মানিক আত্ম-অনুসন্ধানী হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, “বর্তমান সমাজব্যবস্থায় সমাজসেবার ভূমিকা দিন দিন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।
প্রযুক্তির সঠিক ব্যবহার এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে আমরা সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে পারি।” তিনি সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে মাঠপর্যায়ে কর্মরত কর্মীদের অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সেবাগ্রহীতাদের প্রতি যথাযথ দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং সেবার ক্ষেত্রে সমতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন: প্রতিবন্ধী সভাপতি, নজরুল ইসলাম,
সমাজ ও মানব কল্যাণ সংঘের মহাসচিব নুর আলম অহিদ,
সেবারবাড়ি অর্গানাইজেশন সেক্রেটারি মোঃ ফারুক আহমেদ,
ফিল্ড সুপারভাইজার, মোঃ মোজাহারুল ইসলাম,
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, মোঃ মেহেদী হাসান,
ইউনিয়ন সমাজকর্মী ইকবাল আহমেদ, মোঃ রফিকুল ইসলাম, মোসাঃ উম্মে কুলসুম, মোসাঃ সেলিমা খানম, মোসাঃ চামেলী খাতুন এবং মোঃ আব্দুল জলিল, মিয়া প্রমূখ।
আয়োজক সূত্রে জানা গেছে, এই কর্মসূচির মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর, মানবিক ও সময়োপযোগী করার বিষয়ে কর্মীরা নতুন দিকনির্দেশনা পেয়েছেন। সেবার মান বজায় রাখতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে বলেও জানান তারা।





