জিখবর ডেস্ক: ​রাজশাহীর গোদাগাড়ীতে সমাজসেবার মানোন্নয়ন, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে সমতা নিশ্চিতকরণের লক্ষ্যে এক ব্যতিক্রমী ‘আত্ম-অনুসন্ধান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে মুখ্য আত্ম-অনুসন্ধানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুস সাদাত রত্ন।
​সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মানিক আত্ম-অনুসন্ধানী হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, “বর্তমান সমাজব্যবস্থায় সমাজসেবার ভূমিকা দিন দিন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।
প্রযুক্তির সঠিক ব্যবহার এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে আমরা সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে পারি।” তিনি সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
​কর্মসূচিতে মাঠপর্যায়ে কর্মরত কর্মীদের অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সেবাগ্রহীতাদের প্রতি যথাযথ দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং সেবার ক্ষেত্রে সমতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
​অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন: প্রতিবন্ধী সভাপতি, নজরুল ইসলাম,
সমাজ ও মানব কল্যাণ সংঘের মহাসচিব নুর আলম অহিদ,
সেবারবাড়ি অর্গানাইজেশন সেক্রেটারি মোঃ ফারুক আহমেদ,
ফিল্ড সুপারভাইজার, ​মোঃ মোজাহারুল ইসলাম,
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ​মোঃ মেহেদী হাসান,
​ইউনিয়ন সমাজকর্মী ইকবাল আহমেদ, মোঃ রফিকুল ইসলাম, মোসাঃ উম্মে কুলসুম, মোসাঃ সেলিমা খানম, মোসাঃ চামেলী খাতুন এবং মোঃ আব্দুল জলিল, মিয়া প্রমূখ।
​আয়োজক সূত্রে জানা গেছে, এই কর্মসূচির মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর, মানবিক ও সময়োপযোগী করার বিষয়ে কর্মীরা নতুন দিকনির্দেশনা পেয়েছেন। সেবার মান বজায় রাখতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে বলেও জানান তারা।