জিখবর ডেস্ক:
গোদাগাড়ীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ও কমিউনিটি লিডারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুলাই ২০২৫, বুধবার ১০টার দিকে পৌর সভাকক্ষে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মো. ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেনেটারি ইন্সপেক্টর মো. সেমাজুল হক, ওরিয়েন্টেশনে গোদাগাড়ী পৌরসভার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ক্বওমী মাদরাসা, আলিয়া মাদরাসা ও উচ্চ বিদ্যালয় এর ২জন করে শিক্ষক উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনটি সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহ শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে টিকাদান কর্মসূচী পালন করা হবে এবং যারা বাকী থাকবে তাদের শেষের দুই সপ্তাহ কমিউনিটি সেন্টারে টাইফয়েড টিকা দেয়া হবে।

৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের প্রদান করা হবে টাইফয়েড টিকা।
পৌরসভায় ৪২টি শিক্ষা প্রতিষ্ঠা ও অন্যান্যদের মিলে মোট ১৩,৮৫৮ জন শিশুকের টিকা প্রদান করা হবে বলে জানা যায়।