সাইদ সাজু, তানোর থেকে:

রাজশাহীর তানোর প্রেস ক্লাবের উপদেষ্টা তানোর উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি মোহাম্মদ আলী বাবু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে স্টক করলে দ্রুত তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরিবার সুত্রে জানা গেছে, কয়েকদিন থেকে তিনি অসুস্থ হয়ে তালন্দস্থ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখেগেছেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় তালন্দ বাজার ফুটবল মাঠে নামাজে জানাজা শেষে তাকে তার গ্রামের বাড়ি নওগার নজিপুরে নেয়া হয়। তার জানাজায় অংশ নিয়ে মৃতের রুহের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয়ের কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাক্ষ সেরিম উদ্দিন কবিরাজ। তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লা, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, তানোর উপজেলা সেচ্ছাসেবক দল সাবেক সভাপতি সুলতান আহমদ, তানোর পৌর যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক শরিওতুল্লাহ, তানোর পৌর সভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান, তানোর পৌর সেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুর রহমান সহ তানোর প্রেস ক্লাবের সকল সদস্য।

এসময় জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মি, ব্যবসায়ীসহ এলাকার বিপুল সংখ্যক মুসল্লী। উল্লেখ্য, মোহাম্মদ আলী বাবু দীর্ঘদিন ধরে তালন্দ বাজারে বিসিআইসি সার ডিলার হিসেবে ব্যবসা করে আসছেন। তিনি তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়ি নির্মান করে বসবাস করছিলেন। তার পৈত্রিক বাড়ি নওগার নজিপুর উপজেলায়।

তিনি তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন তানোর উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি ছিলেন। তিনি তানোর প্রেস ক্লাবের উপদেষ্টা ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও উন্নয়ন মুলক কাজে জড়িত ছিলেন।