জিখবর ডেস্ক: গোদাগাড়ীতে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস গোদাগাড়ী রাজশাহীর সহযোগিতায় ও সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ঢাকার আয়োজনে অনুষ্ঠানটি পরিচালিত হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি সম্পুর্ন হয়। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজশাহী জনাব টুকটুক তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার রাজশাহী জনাব মো: আব্দুল আজিজ সরদার,গবেষণা কর্মকর্তা দিসিইউ, এসইডিপি, শিক্ষা ভবন, ঢাকা জনাব আমিনা পারভীন প্রমূখ।