(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হুজাইফা-মায়েশা প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। “খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে ধারণ করে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার ওসি (ভারপ্রাপ্ত) আবু ইকবাল পাশা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলালপুর দারুস সুন্নত দাখিল মাদ্রাসার সুপার মোঃ বজলুর রহমান, শিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা বিশ্বাস, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহিরুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য মোসাঃ লাইলী বেগম। এসময় বক্তারা মাদকবিরোধী আন্দোলনের মাধ্যমে সমাজ থেকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তাছাড়া প্রধান অতিথির বক্তব্যে আইনের আওতায় এনে ভোলাহাট থানাকে মাদকমুক্ত করার ঘোষণা দেন ওসি (ভারপ্রাপ্ত) আবু ইকবাল পাশা। উদ্বোধনী খেলায় সুজন টেলিকম বনাম তাসফিয়া ফুটবল দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ভোলাহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ভোলাহাট
117