গোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

কর্মক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে এবং ন্যায়সংগত দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন নারী শ্রমিকেরা। এই শ্রম আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ পথপরিক্রমায় চালু হয় ‘আন্তর্জাতিক নারী দিবস’।
অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে
আজ ৮ মার্চ গোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
গোদাগাড়ী উপজেলা অডিটরিয়ামে নারী দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ভুমি শামসুল ইসলাম,
মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন প্রমুখ।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন,
বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার রিতা পারভিন, মেরিনাসহ অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন নারীরা সব পারে, নারীকে আল্লাহ ও তাঁর রাসুল (স.) বিশেষ মর্যাদা প্রদান করেছেন। রাসুল (স.) বলেছেন মায়ের পদতলে সন্তানের বেহেস্ত। নারীরা দেশের সকল উন্নয়ন কাজে সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু বর্তমানে কতিপয় খারাপ মানুষের দ্বারা নারীরা লাঞ্ছিত হচ্ছে, বিশেষ করে মাদকাসক্ত স্বামীদের দ্বারা তার স্ত্রীরা নির্যাতিত হয়। এটা কোন ক্রমেই মেনে নেয়া যায় না। এছাড়াও নারীরা নির্যাতিত হওযার আরেকটি কারণ হচ্ছে বাল্যবিবাহ। বাল্য বিবাহ বন্ধ করতে হবে। তবেই নারী নির্যাতনের মত অনেক ঘটনায় বন্ধ হয়ে যাবে। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়। তেলাওয়াত করেন গোদাগাড়ী মডেল মসজিদের ইমাম মুফতি মাও. সিবগাতুল্লাহ।