ভোলাহাট (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মোঃ ফেরদৌস ইসলাম খোকন। ১২ অক্টোবর শনিবার গোমস্তাপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট নুরুলu ইসলাম সেন্টুর বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মোঃ ফেরদৌস ইসলাম খোকন উপজেলার সবগুলো পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি এসময় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজায় উপজেলার সবগুলো মন্দিরের মানোন্নয়নের জন্য এবং উৎসবকে প্রাণবন্ত করতে উপহার স্বরুপ মন্দিরগুলোর নেতৃবৃন্দের হাতে কিছু নগদ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কাউসারুল ইসলাম রঞ্জু, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মিঞা, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য বি.এম রুবেল আহমেদ, যুবদল নেতা মোঃ আব্দুল আজিম, মোঃ জুবায়ের হাসান, ডাঃ আলমগীর রেজা, উপজেলা ছাত্রদল নেতা মোঃ মাসুদ রানা, মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ