সাইফুল ইসলাম , রাজশাহী, (গোদাগাড়ী) প্রতিনিধি :

রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এর অভিযানে ২৪ কেজি গাঁজা অবৈধ মাদকদ্রব্য ও একটি ট্রাক যাহার নাম্বার ঢাকা মেট্রো ট -২২-৪৬১৯ সহ ৩ তিনজনকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আটকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধোবরাপাড়া গ্রামের মেছের আলীর ছেলে মাসুৃম (২২)একই থানার রসুলপুর গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র হোসেন ( ৩২)ও কানসাট শ্যামপুর মিয়াপাড়া গ্রামের মৃত মুসলিম ফিটু এর পুত্র কামাল(৩৮) রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায় ১৭ই নভেম্বর ভোর ৫ টায় রাজশাহী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ গোদাগাড়ী থানার বসন্তপুর মোর এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে তিনজন ব্যক্তি ট্রাকে যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সাহাব্দিপুর গ্রামস্থ রুপা ইট ভাটার উত্তরপার্শ্বের ফাঁকা জায়গা হয়ে গোদাগাড়ীর দিকে যাচ্ছিল।

এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখা (ডিবি’র) এসআই নাছিম উদ্দিন ওসঙ্গীয় ফোর্স-সহ অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাসুম, হোসেন,ও কামালকে হাতেনাতে আটক করে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ সময় আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে ট্রাকের সামনের কেবিন-এর ভিতর সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ২ বস্তায় মোট ২৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও একটি ট্রাক -সহ তাদেরকে আটক করে। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।