গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
অসহযোগ আন্দোলনের প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রথম বারের মতো ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলার চৌডালা ইউনিয়নে এ ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রোববার সকাল দশটা দিকে চৌডালা জহুর আহমেদ মিঞা কলেজে জমায়েত হয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে চৌডালা মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়।
সেখানে আয়োজিত পথ সভায় বক্তব্য রাখেন শিক্ষক আতাউর রহমান, আবু মাসুদ, সোহেল রানা রুবেল, মাহিদুর রহমান,ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কাদির, আব্দুল আলীম, আব্দুল মুবিনপ্রমুখ।