গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁদা বাজি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।মঙ্গলবার দুপুরে রহনপুর পৌর এলাকার নুনগোলায় অবস্থিত বিএডিসির সারগুদামে কর্মরত শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করে। পরে তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে ইউএনওকে স্মারকলিপি প্রদান করে। বিক্ষোভে নেতৃত্ব দেয়া শ্রমিক নেতা আল-আমীন জানান,রহনপুর পৌর এলাকার উদয়নগর মহল্লার আবদুল লতিফের ছেলে রুবেল (৩৫) তাদের কাছ থেকে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছিল। দেশে ছাত্রজনতার আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সে চাঁদা নেয়া সাময়িক বন্ধ করলেও গত কয়েকদিন যাবত সে পুনরায় শ্রমিকদের কাছে থেকে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় সে শ্রমিকদের নানা প্রকার হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তারা মঙ্গলবার ইউএনওকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা জানান, বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্র প্রতিনিধিকে অবহিত করা হয়েছে।তারাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে তিনি জানান।