গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভারতে ইসলাম ধর্ম নিয়ে বিজেপি নেতার কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বিকেল ৫টায় গোদাগাড়ী উপজেলা সদরে নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি কর্তৃক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিহ হয়। মিছিলটি ডাইংপাড়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোল চত্তরে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন ভারতের হিন্দু মন্ডিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতীশ রানে কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (স.), ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও মসজিদে গিয়ে মুসল্লীদের হত্যার হুমকির নিন্দা ও তীব্র প্রতিবাদ করেন।