আব্দুল খালেক:
রাজশাহীর গোদাগাড়ীতে বণিক সমবায় সমিতি লি. এর সদস্যদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার সাড়ে ১০টার সময় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ.সভাপতি শামীম আহমেদ, নূরানী কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল খালেক, আব্দুল বারী, আব্দুল্লাহ, হেলাল প্রমুখ।
সভায় আসাদুজ্জামান মিলন বলেন ডাইংপাড়ায় প্রকৃত ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে ঘর ভাড়া নিয়ে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। একজন ব্যবসায়ী যখন ঘর ভাড়া নেন তখন ১০ হাজার টাকা ভাড়া ও ২ লক্ষ টাকা জামানত দিয়ে ব্যবসা আরম্ভ করেন। মেয়াদ শেষ হওয়ার আগেই কতিপয় মালিক পক্ষ ব্যবসায়ীকে ডেকে বলেন যে ৩০ হাজার টাকা ভাড়া ও ১৪ লক্ষ টাকা জামানত দিতে হবে। না হলে ঘর ছেড়ে দাও। এমন আচরণ প্রায় ব্যবসায়ীর জন্যই করা হচ্ছে।
ডাইংপাড়া বাজারে মার্কেট মালিকপক্ষ ইচ্ছামত ব্যবসায়ীদের ভাড়ার চাপ দিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে তিন ডবল ভাড়া চাওয়া হয়। দিতে না পারলে ৩য় পক্ষের সাথে আগে থেকেই কথাবার্তা বলা থাকে এবং তাকে দিয়ে দেয়। এক্ষেত্রে ব্যবসায়ীর কোন কিছুই করার থাকে না। মালপত্র নিয়ে ব্যবসা গুটিয়ে বাসায় চলে যাওয়ার অনেক নজির আছে।
এমন অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য মার্কেট মালিক ও ব্যবসায়ীদের ডেকে আলোচনার মাধ্যমে একটি চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন আপনাদের কি কি সমস্যা সেগুলো লিখিতভাবে আমাকে দেন আমি স্টাডি করি তার পর উভয় পক্ষকে ডেকে আলোচনা করা হবে এবং একটি টেকসই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।