Home উপজেলার খবর কলেজের বর্ষপূ...

কলেজের বর্ষপূর্তিতে নামাজের সময় গান-বাজনার অভিযোগে হামলা- ভাংচুর

142
জিখবর ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ীতে নামাজের সময় উচ্চস্বরে গান-বাজনা করায় গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজে ৩০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
এ সময় চেয়ার, সাউন্ড সিস্টেম সহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।
শনিবার আসরের নামাজ পরে কলেজ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের ৩০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে পুনর্মিলনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, স্মৃতিচারণমূলক সেশন ও প্রাক্তন শিক্ষার্থীর মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক উৎসবের শেষের দিকে আসরের নামাজের সময় উচ্চস্বরে গানবাজনা করার অভিযোগ এলাকাবাসী ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া যায়।