নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৬দিন থেকে এক কিশোরের নিখোঁজের ঘটনায় কিশোরের মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী আক্তারা খাতুন জানান, গত ০২/২/২০২৫ ইং তারিখ রোজ রবিবার সকাল আনুমানিক ৮দিকে উপজেলার সূর্য্যপুর গ্রাম থেকে আমার ছেলে সাওয়াল আক্তার পিয়ার মনি(১৯) বের হয়ে অধ্যবধি বাড়ী ফিরেনি। তার ব্যবহৃত মোবাইল ০১৭৮৯-০৯১৭৮৩ ও ০১৭৯২-৯১১২৩৪ নম্বরে কল করে ফোনটি বন্ধ পাওয়া যায়। আমার সমস্ত আত্বীয় স্বজন এর বাড়ীতে খোঁজ নিয়ে আমার সন্তানের খোঁজ পাওয়া যায়নি। গ্রামের আশে পাশে খোঁজ নিয়া দেখতে পায় আমার ছেলের ব্যবহৃত লাল কালারের মাহেন্দ্রা ১০০সিসি মোটর সাইলেটি একই গ্রামের তালেব মোড়লের ছেলে জামিরুল ইসলাম জমুর বাড়িতে রয়েছে। আমি এই সংবাদ পেয়ে স্থানীয় ব্যক্তিদের নিয়ে তার বাড়ীতে যায়। তাকে আমার ছেলের কথা জানতে চাইলে উত্তেজিত হয়ে আমার সাথে খারাপ আচরন করেন। বলে তোমার ছেলের মোটর সাইকেলটি আমি ১৭,০০০/-(সতের হাজার) টাকা দিয়ে কিনে নিয়েছি। এছাড়া আমি বেশি কিছু জানিনা। বাদী অরো জানাই, ওই ব্যাক্তি দালাল প্রকৃতির লোক। সে টাকার বিনিময়ে বিভিন্ন অপকর্ম করে থাকে। আমি বিভিন্ন মাধ্যমে জানতে পরিলাম যে, আমার ছেলেকে রাজশাহীর গোদাগাড়ি থানার সীমান্ত দিয়ে দালাল চক্র ভারত পাচারের চেষ্টা করছে। যা এক লোক মারফত মোবাইল ভয়েস রেকর্ডের মাধ্যমে জানতে পারলাম। যা আমার কাছে সংরক্ষন রয়েছে। এই ঘটনার সাথে ওই গ্রামের মৃত শাহিনের ছেলে সবুজ(২৫)ও ইমারত আলীর ছেলে ইমরান এ ঘটনার জড়িত থাকতে পারে। এঘটনায় ৩জনের নাম উল্লেখ করে নাচোল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের ভিত্তিত্বে আইনগত ব্যবস্থায় নেয়া হবে।