আব্দুল খালেক: জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০) ঘন্টা মেয়াদী জুলাই-ডিসেম্বর ২০২৪ সেশনের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের পরীক্ষা আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার সম্পন্ন হলো। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশ ব্যাপী বেসিক ট্রেডের লক্ষ লক্ষ প্রশিক্ষার্থ আজ পরীক্ষা দিল। সকাল ১০টায় তাত্ত্বীক পরীক্ষা ও বিকেলে ভাইভা অনুষ্ঠিত হয়েছে। এবার প্রশ্নপত্র অনেক সহজ হওয়ায় খুশি হয়েছে শিক্ষার্থীরা।
সেই সাথে পরীক্ষার মান ও কেন্দ্রের সুষ্ঠু, সুন্দর পরিবেশ নিয়েও খুশি হয়েছেন সকলেই।
গোদাগাড়ীর এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার এন্ড আইটির শিক্ষার্থীরা নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা সুন্দর হওয়ায় সকলেই অত্যন্ত আনন্দিত।
বেসিক ট্রেডের কম্পিউটার সনদপত্রটি বর্তমানে সকল চাকুরীতেই প্রয়োজন। চাকুরীতে প্রবেশের পথে যাতে অন্তরায় না হয় সে জন্য দক্ষতার এই কম্পিউটার সনদপত্রটি প্রতিটি ছাত্র/ছাত্রীর নিকটে থাকা অত্যাবশ্যকীয়।
কেন্দ্র সচিব- আল নোমান কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক হানিফ খন্দকার বলেন পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আমাদের একান্ত দায়িত্ব।