আব্দুল খালেক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও জনসমাবেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ অক্টোবর ২০২৪ খ্রি. বিকেল ৪টার দিকে উপজেলার ডাইংপাড়া চত্তরে বিক্ষোভ মিছিল ও জনসমাবেস করে দলটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমীর ও মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক অধ্যাপক আব্দুল খালেক।
অনুষ্ঠানে উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার দেশকে অস্থিতিশিল তৈরি করেছিল। জুলাই-আগষ্ট মাসে হাজার হাজার মাসুম নিরীহ ছাত্র/ছাত্রীকে রাষ্ট্রযন্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। ২০০৬ সালে ২৮ অক্টোবর জামায়াত নেতা-কর্মীদের হত্যার পর লাশের উপর নৃত্ত করার প্রতিবাদ করা হয় সমাবেশে। তাদের ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ করা হয়। সেই সাথে দেশে সুশাসন ফিরিয়ে আনতে ইসলামী দলগুলোর প্রতি ভরসা করতে বলেন বক্তারা। সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের প্রতিও আস্থা রাখার কথা বলা হয়।
ফ্যাসিষ্ট হাসিনা চলে গেলেও দেশে এখনো দুর্নীতি, হয়রানী, ঘুষ বাণিজ্য কমেনি বলেও জানান দেন বক্তারা।