প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব ভোলাহাটের ফ্রী ব্লাড গ্রুপিং ও সচেতনতা মূলক কর্মসূচি পালিত

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব ভোলাহাটের ফ্রী ব্লাড গ্রুপিং ও সচেতনতা মূলক কর্মসূচি পালিত

216
0
বি.এম রুবেল আহমেদঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব ভোলাহাট (একটি সেচ্ছাসেবী ও জনকল্যাণ মূলক সংগঠন) এর উদ্দেগে ফ্রি  রক্তের গ্রুপ নির্ণয় এবং সচেতন মূলক কর্মসূচির ১ম দিন আজ ভোলাহাট উপজেলার কলেজ মোড় চত্বরে অনুষ্ঠিত হয়। বিনামূল্যে এই কর্মসূচি সকাল ০৯ টা শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। এই কর্মসূচি সংগঠনে পল্লীমঙ্গল শাখা কমিটি এবং সনি লায়েক সাবেক প্রচার সম্পাদক এর তত্তাবোধানে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক প্রধান আসাদুল্লাহ গৌরব জানান যে, আমরা অনেকেই নিজের রক্তের গ্রুপ জানিনা তাই আমাদের জনকল্যাণ মূলক কাজের অংশ হিসাবে এবং রক্ত ফাউন্ডেশন গড়ে তোলার লক্ষ্যে আমাদের  এই কর্মসূচি। যাতে এই রক্ত ফাউন্ডেশন এর মাধ্যমে সহজেই ভুক্তভোগীর জন্য রক্ত জোগান দিতে পারি।তিনি আরও জানান ভবিষ্যতে এধরণের জনকল্যাণমুখী কর্মসূচি আরও হবে।তিনি সবার সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চান।