গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বড়ভাই কর্তৃক অপর্হিত ফয়সাল রহমান সোহেলের (৪০) সন্ধান মেলেনি গত ১৩ দিনেও। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ আগষ্ট রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের বসনীটোলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছোট ছেলে ফয়সাল রহমান সোহেল (৪০)কে অপহরণ করে তার বড় ভাই ফয়েজ রহমান। খোঁজাখুজি করে না পেয়ে গত ২৮ আগষ্ট তাকে অপহরণের অভিযোগ এনে গোমস্তাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন তার সাবেক স্ত্রী। মামলায় আসামি করা হয় তার বড় ভাই ফয়েজ রহমান ও তার চাচা নেতাউর রহমানকে।তিনি অভিযোগ করেন আসামিরা এলাকায় প্রকাশ্য ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না।এদিকে, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে গত ২৩ আগষ্ট মসজিদে জুমার নামাজ শেষে এলাকার মুসল্লীদের তার চাচা নেতাউর রহমান জানান, সোহেল মাদকাসক্তা হওয়ায় তাকে রিহ্যাবে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন কুমার মন্ডল জানান,আমরা অপর্হিতকে উদ্ধার ও আসামিদের আটকে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।