গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুইজন প্রবাসী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় বিকেল ৩ টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান শহরে এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন নিহতদের স্বজন ও গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন।
নিহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে ২৫বছর বয়সী তুহিন আলী এবং ওই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ২৩বছর বয়সী ছেলে মো. শামিম রেজা। তারা দুজনই মালেশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন।
নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, রোববার মালেশিয়ায় সরকারি ছুটির দিন ছিল। তুহিন-শামীমসহ ৫জন ওভারটাইমে কাজে গিয়েছিল। সেখান থেকে একটি পিকআপে করে ঘরে ফিরছেন তারা। এ সময় পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। তাদের সঙ্গে থাকা ৩জন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম সড়ক থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, প্রায় দু-আড়াই বছর আগে আমার ভাগ্নে মালয়েশিয়ায় যায়। সেখানে একটি পাম বাগানে চাকরি করত। মালয়েশিয়া থেকে তাদের মরদেহ দ্রুত আনার জন্য সরকারের কাছে দাবি জানায়।
এ বিষয়ে গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন বলেন, মালেশিয়ায় সড়ক দুর্ঘটনায় আমার এলাকার দুজন মারা গেছে। এতে করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।