অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে প্রধান শিক্ষক সাাদিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, অবসর প্রাপ্ত প্রভাষক শফিকুল আলম, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াসিন আলী ,মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। বিকালে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।











