জিখবর ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ীতে সাংবাদিক সেলিম সানোয়ার পলাশের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা ও গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে গোদাগাড়ীর সর্বস্তরের সাংবাদিক ও সুধিজনদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য পেশ করেন সাংবাদিক ও সাহিত্যিক একরামুল হক, আশরাফ বাবু, মাইনুল ইসলাম, আব্দুল খালেক, জামিল আহমেদ প্রমুখ। সভায় দোয়া পরিচালনা করেন মাও. শরিফুল ইসলাম।
সেলিম সানোয়ার পলাশ গোদাগাড়ীর হরিণবিস্কা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও দৈনিক দিনকাল পত্রিকার গোদাগাড়ী প্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি গত ২৩ জানুয়ারি বিএনপির প্রার্থী শরীফ উদ্দীনের ধানের শীষ প্রতীকের প্রচারে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়ীতে আসার সময় মৃত্যু বরণ করেন।









