গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে গলায় তাইজুল ইসলাম (৫৭) নামে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।মঙ্গলবার দুপুরে তার বাড়ি থেকে  মৃতদেহ উদ্ধার করা হয়।সে রহনপুর পৌর এলাকার সুভাননগর কলোনি মহল্লার  মৃত্ ইয়াকুব আলীর ছেলে।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সুজাউদ্দৌলা জানান, সে মঙ্গলবার আনুমানিক সকাল ১১টার দিকে তার শয়ন কক্ষে পরিবারের লোকজনের অগচারে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে মারা যায়। পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।