সাইদ সাজু, তানোর থেকেঃ রাজশাহীর তানোরে জামায়াতে ইসলামীর বিশাল কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তানোর গোল্লা পাড়া বাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -১ (তানোর-গোদাগাড়ী)  আসনের সাবেক সাংসদ অধ্যাপক মজিবুর রহমান।  তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর আব্দুল মালেক, রাজশাহী জেলা কর্মপরিষদ সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ, রাজশাহী জেলা জামায়াতের সাবেক আমির আমিনুল ইসলাম। তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারী ডিএম আক্কাস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা উপশাখা জামায়াতের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, রাজশাহী জেলা জামায়াতের সমাজ কল্যান সম্পাদক জালাল উদ্দীন।  রাজশাহী জেলা ছাত্র শিবির সভাপতি রমজান আলী, রাজশাহী জেলা ছাত্র শিবির সাবেক সভাপতি জামায়াত নেতা আরজান আলী মাষ্টার, মাওলানা আনিসুর রহমান, কাজী আফজাল হোসেন, একে আজাদ, তানোর উপজেলা ছাত্র শিবির নেতা রাযহানুল হক রায়হান প্রমুখ।