প্রচ্ছদ উপজেলার খবর তানোরে অন্যের গাছ কেটেও দাপটে দুর্বৃত্তরা

তানোরে অন্যের গাছ কেটেও দাপটে দুর্বৃত্তরা

208
0
সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউপি এলাকার সাহাপুর গ্রাম পূর্ব শত্রুতার জের ধরে ওয়াজেদ আলীর ধানি জমিতে একই গ্রামের নামধারী দুর্বৃত্ত ও তার ভাই মুজাফফর সহ তাদের ভাড়াটিয়ার লোকজন রাতের আধারে আম গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার গভীর রাতে সাহাপুর চকরিয়া নামক ফসলি জমিতে ঘটে এই গাছ কাটার ঘটনা।
এর বিরুদ্ধে ওয়াজেদ আলী থানা প্রশাসনের কাছে প্রতিকার পেতে চাইলে উল্টো প্রশাসন দিয়ে ভয়-ভীতি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। ফলে গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে চলতি মাসের গত শনিবার দিবাগত রাতে উপজেলার সাহাপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের পুত্র খলিল ও মুজাফফর সহ অনেকে সাহাপুর গ্রামের ওয়াজের চারকুড়িয়া নামক জায়গায় ফসলী জমিতে লাগানো তিনটি আম গাছ কাটেন দুর্বৃত্তরা।
এসময় লোক মারফৎ গাছ কাটার খবর জানতে পেরে লোকজন নিয়ে আসলে তিনটি আমের গাছ কেটে পালিয়ে যায় তারা। স্থানীয়রা জানান ওয়াজেদের জমিটি রাস্তা সংলগ্ন হওয়ার কারণে কিছু খাস আছে। সেই খাস জায়গায় অন্য ব্যক্তির বাড়ি করিয়ে দিবে বলে টাকাও নিয়েছে খলিল মুজাফফর। মূলত এজন্যই জমি দখল নিতে গাছ কাটা হয়েছে।
জমির মালিক ওয়াজেদ আলী জানান তারা দীর্ঘদিন ধরে জমি দখল নিতে মরিয়া। আমার নিজস্ব জমি।তারা শুধু মানুষকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখান।কারণ তারা থানায় উঠবস করে। এ বিষয়ে খলিল মোজাফফর সব অভিযোগ অস্বীকার করে বলেন তারা নিজেরাই গাছ কেটে আমাদেরকে হাসানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান জানান এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।