প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোমস্তাপুরে উফশী ধানচাষে প্রনোদনা পাচ্ছে সাড়ে ৬ হাজার কৃষক 

গোমস্তাপুরে উফশী ধানচাষে প্রনোদনা পাচ্ছে সাড়ে ৬ হাজার কৃষক 

19
0
গোমস্তাপুর ( চাপাইনবাবগন্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উচ্চ ফলনশীল ধানচাষ বৃদ্ধির লক্ষ্যে সাড়ে ৬ হাজার কৃষককে বিনামূল্যে ধানবীজ ও সার দেয়া হবে।সোমবার উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। এ উপলক্ষে  উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলামসহ অন্যরা।প্রসঙ্গত:চলতি  ২০২৩-২০২৪ অর্থ  বছরে  খরিপ১/ ২০২৪-২০২৫  মৌসুমে  কৃষি  প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী  আউশ ধানের  উৎপাদন  বৃদ্ধির লক্ষ্যে  ক্ষুদ্র ও  প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হবে।