সাইফুল ইসলাম:
রাজশাহীতে মানবসেবা অভিযানের চলমান গাছ বিতরন কর্মসূচির অংশ হিসেবে গতকাল ১৫/১০/২৪ তারিখে সংস্থার মোহনপুর থানার কেশরহাট শাখায় ১২০ জন পরিবার কে ২৪০ টি আম ও মেহগনি গাছ ০২ জন সদস্য কে ২৪০০ টাকা করে মোট ৪৮০০/ টাকা বয়স্ক ভাতা ০৭ জন সদস্য কে ৩০০০/ টাকা করে ২১০০০/ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।সংস্থার কেশরহাট শাখায় এ পর্যন্ত মোট ০৮ জন কে হুইল চেয়ার ০১ জন কে বিদ্যুৎ সংযোগ ০২ জন কে সেলাই মেশিন ৩০ জন কে মোট ১০১০০০/ টাকা শিক্ষা সহায়তা ২৫ জন কে ৭৭০০০/ টাকা চিকিৎসা সহায়তা ০২ জন কে ৪৮০০/ টাকা বয়স্ক ভাতা ০১ জন কে ৫০০০/ টাকা মেমোরিয়াল শিক্ষাবৃত্তি ৯৮ জন ছাত্র কে ৫৮৮০০০/ টাকা সুদমুক্ত শিক্ষাঋণ ২৫ জন কে ২৫০০০/ টাকা করোনা কালীন আর্থিক সহায়তা ৫০ জন কে শীতবস্ত্র বিতরন ০৬ জন কে ৩০০০০/ টাকা সুদমুক্ত প্রতিবন্ধী ঋণ প্রদান করা হয়। উক্ত গাছ বিতরন ও সেবা কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী জনাব মোঃ খায়রুল আলম মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন, অগ্রণী ব্যাংক পিএলসি কেশরহাট শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান খান বাসনা জনকল্যান সংস্থার প্রধান নির্বাহী জনাব মোঃ আজাহারুল ইসলাম রায়ঘাটি ইউপির সাবেক সদস্য মোঃ আবুল খায়ের রায়ঘাটি ইউপির মহিলা সদস্য আঙ্গুরা বেগম সংস্থার এলাকা ব্যবস্থাপক জনাব মোঃ হাসিমুদ্দীন সরকার টেবলু প্রধান কার্যালয়ের অফিস ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন কেশরহাট শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ ও অত্র শাখার মাঠসংগঠকগন।