সাইফুল ইসলাম, রাজাবাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে চলন্ত ট্রলি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লেগে ১জন নিহত হয়েছে ও টলিতে থাকা অপর ১জন আহত হয়েছে। নিহত হলো ট্রলি চালক রিহাদ (১৭) আহত ব্যক্তি আমিনুল ( ৪৬) নিহত রিহাদ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের রুবেল এর ছেলে, আহত আমিনুল ইসলাম একই গ্রামের মৃত্যু আব্দুল শেখ এর ছেলে । রাজশাহী গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাকছুদুর রহমান জানান ১৭ ই জানুয়ারি বিকেল ৪ টায় গোদাগাড়ী উপজেলার ভিতর বাইপাস প্রেমতলী হতে একটি ইট বোঝাই ট্রলি রাজশাহীর দিকে যাচ্ছিল, পথিমধ্যে সুকবাসিয়া হাই স্কুল এলাকায় চলন্ত অবস্থায় ইট বোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় সময় ট্রলি চালক রিয়াদ মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়, ও আহত আমিনুলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা ।
তিনি আরো জানান নিহত রিহাদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহত রিহাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।