ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ১৭টি তাজা ফলজ গাছ কাটাসহ ৫৬টি বিভিন্ন জাতের আম গাছের আম ফল লুট করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের ভুক্তভোগী মো. ইসলাম আলী। শনিবার (৩০ আগস্ট) কলেজ মোড়স্থ একতা মার্কেটে সংবাদ সম্মেলনে ইসলাম আলী লিখিত বক্তব্যে বলেন, মো. হাবিব মেসবাহ ও তার ভাই ও আত্মীস্বজন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাগানের ১৭টি আমগাছ কাটাসহ ৫৬টি আম গাছের আম লুট করে নিয়েছে এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশ ও বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি করার হুমকি দিচ্ছে। ইসলাম আলী বলেন, গিলাবাড়ী মৌজায় আমার ভোগদখলীয় জমিতে প্রায় ৩০ থেকে ৬০ বছর বয়সী বিভিন্ন জাতের ১৭টি আম গাছ ছিল। পূর্ব শত্রম্নতার জেরে ২১ আগস্ট মো. হাবিব মেসবাহ তার ভাই মো. সোহেল রানা, মো. রুবেল এবং তার পিতা মো. আব্দুল লতিফ, মামা মানোয়ার হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাগানের ১৭টি আমগাছ কেটে নিয়ে যায় এবং তার জমি দখলের চেষ্টা করছে। প্রতিবাদ করলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তিনি আরো বলেন, এর আগে চলতি বছরের ১১ জুন আমার সাড়ে তিন বিঘা বাগানের ৫৬টি আম গাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের আমফল লুটপাট করে নিয়ে যায়। সেসময়ও আমি তাদের হুমকি ধামকির ভয়ে কিছু বলতে পারিনি। তারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে হয়রানি করছে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। এই ঘটনায় পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। ইসলাম আলী বলেন, এর আগেও ২০২২ সালে তিনি তাদের বিরুদ্ধে আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় মামলা করেন (মামলা নম্বর ০২পি/২০২২ ভোলাহাট)। আদালত তার পক্ষে রায় দেন এবং অভিযুক্তরা লিখিত অঙ্গীকার করে যে ভবিষ্যতে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। কিন্তু এখন সেই অঙ্গীকার ভঙ্গ করে জবরদখলের চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগী ইসলাম আলীর দাবি, তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের ও বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি করার হুমকি দিচ্ছে। বর্তমানে তাঁর ও পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কা দেখা দিয়েছে। আম বাগান কেটে ফেলার কারণে তিনি প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলাম আলীর স্ত্রী জমির মালিক মোসাঃ মরিয়ম বেগম। অভিযোগের বিষয়ে মো. হাবিব মেসবাহ বলেন, আমার মাকে আমার নানা জমি দিয়েছে। তারা আওয়ামীলীগের ক্ষমতার অপব্যবহার করে ১৫ বছর আমার মাকে জমিতে যেতে দেয়নি। দুই বছর থেকে আমারা আম খাচ্ছি। তারা আদালতে মামলা করেছিল। জমি যদি তারা পায় তাহলে আদালতের মাধ্যমে নিবে।