আব্দুল খালেক:

বাঙালির চিরগৌরবের দিন আজ। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। জাতি আজ একই সঙ্গে যুদ্ধ জয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে উদ্‌যাপন করছে ৫৫তম বিজয় দিবস।

মুক্তিযুদ্ধের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে ভোর থেকেই গোদাগাড়ী শহীদ মিনারে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাদাত রত্ন, উপজেলা কমিশনার ভূমি মো. শামসুল ইসলাম ও
রাজনৈতিক দলের নেতারাসহ সর্বস্তরের আবালবৃদ্ধবনিতা এসছেন ফুল নিয়ে। সঙ্গে ছিল এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া লাল-সবুজ পতাকা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর বাণীতে বলেন, এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া ও গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে, তা যেকোনো মূল্যে রক্ষার শপথ নেওয়ার দিন।

গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কুচকাওয়াজ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে গোদাগাড়ীর সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।