জিখবর ডেস্ক:
৫ আগষ্ট ছাত্র জনবার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী ডাইংপাড়ায় বিকেল ৫টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি ড. ওবাইদুল্লাহ, রাজশাহী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক কামরুজ্জামান, উপজেলা আমীর মাস্টার নুমায়ন আলী, গোদাগাড়ী পৌর আমীর আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌর সেক্রেটারী শওকত আলী প্রমুখ।

বক্তারা বলেন, চাঁদাবাজি ১০০% বন্ধ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই। প্রতিটি অফিসে ঘুষ বন্ধ করতে হবে। আগামীতে ইসলামী বিধান মতে দেশ চলবে। ইসলামের আইন চাই, সৎ লোকের শাসন চাই। এর জন্য দরকার ইসলামী দলকে নির্বাচিত করা।