নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা মিনি কন্সফারেন রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ’মি) সবুজ হাসান, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু, নাচোল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সাইফুল ইসলামসহ গণমাধ্যমকর্মী ও অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় মাদক, নাচোল পৌর এলাকার যানজট নিরসন, বিভিন্ন হাটবাজারে টোল আদায়ের তালিকা টাঙ্গানো, অন্যের ফসল লুন্ঠন, জমি দখল, বিভিন্ন শালিশে ভাড়াটিয়া লোকের অপতৎপরতা, বিভিন্ন সরকারী বেসরকারী অফিসে দালালের দৌরাত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া বিএমডিএ অপারেট নিয়োগ সংক্রান্ত একটি বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করায় জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ সাংবাদিক অলিউল হক ডলারকে ম্যাসেঞ্জারের মাধ্যমে হুমকি প্রদর্শন করার বিষয়টি আইন শৃংঙ্খলা কমিটির সভায় উপস্থান করা হলে উপজেলা নির্বাহী অফিসার নাচোল থানার প্রতিনিধিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।
সাংবাদিক ডলার সভায় জানান, তিনি নাচোল থানায় তার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন।