আব্দুল খালেক:
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পারিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা।

গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব মেলার আয়োজ করা হয়েছে।
আজ ২৯ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত মেলার উদ্বোধন করেন।

মেলায় প্রশাসনের সকল কার্যালয়ের জন্য স্টল বরাদ্দ দেয়া হয়েছে। সেখানে নিজ নিজ অফিসের কার্যক্রমসমূহ প্রদর্শন ও প্রচারনা করা হচ্ছে।

তারুণ্যের উৎসব সম্পর্কিত তথ্য: